ঠোঁটের হাসি মুঠোয় ভরে প্রাণ চঞ্চল হাসি,
রক্ত লাল বাংলা মাগো তোমায় ভালোবাসি।
আজ তুমি স্বাধীন দেশ
ফুলের ডালি মানায় বেশ
গুছিয়ে নিয়ে মাথার কেশ দাঁড়াই পাশাপাশি।


নারী পুরুষ প্রান্ত রেখায় নেই তো ভেদাভেদ,
একই ফ্রেমে ছবি দেখায় আঁকায় অনুচ্ছেদ।
কারো আসে উষ্ণ হাসি
মনে প্রাণে বাজায় বাঁশি
ঠায় দাঁড়িয়ে পাশাপাশি নেই তো প্রকারভেদ।


একই সাথে কর্মক্ষেত্রে সমান বেতন পায়,
কাজ শেষে এক গাড়িতে হেসেই বাড়ি যায়।
উঠা বসায় রাখে হুশ
এক সাথে তাড়ায় মোষ
নাই বৈষম্য নারী পুরুষ স্টেজের আসনটায়।


নেতৃত্বেও একই সাথে শাসন করে দেশ,
বিচার কাজে আসনটায় মানায় বসে বেশ।
পরখ করে কথা বলে
হিংস্রতায় কানটা মলে
মিল অমিল বুঝে চলে এটা সোনার দেশ।


জাতির পিতার সন্মানবোধ রাখো জনমভর,
স্বাধীন দেশের প্রেক্ষাপটের মহান কারিগর।
নেতার ডাকে কাল রাতেই
শপথ করে সাথে সাথেই
বিজয় মালা তাঁর হাতেই শেকল ভাঙ্গার পর।


খুঁজ রাখো আমলা কামলা সকল মহলের,
সমান তালে কাজ করো দেশটা সকলের।
সুশিক্ষার সুযোগ হলো
গুরুর পথ মেনে চলো
হিসাব করে কথা বলো মাসটা বিজয়ের।