বসন্ত শেষে আজ কড়া রোদ চড়া,
বিদায়ের সুরে যেনো উত্তপ্ত ধরা।
গাছ ভরা কাঁচা আম দোল খেয়ে ঝুলে,
কাল বৈশাখীর ভয়ে কাঁপুনিটা তুলে।


পিছুটানে বসন্ত যেতে নাহি চায়,
তবু আজ দিতে হবে বছর বিদায়।
দিন গেলে শুরু হবে বৈশাখী টান,
এমন ভাবনা থেকে মনে উঠে বান।


ভোর হলে শুরু হবে বৈশাখ বরণ,
বটমূলে মিলে যাবে চরণে চরণ।
ঝুমুর ঝুমুর নাচ সেইসাথে দোল,
প্রতি বছর বৈশাখে জমে বটমূল।


স্বদেশ প্রেমের গান দলবেঁধে গায়,
রমনার বটমূলে ভারী মজা পায়।
বাঙালীর রীতিনীতি সংস্কৃতিমনা,
বর্ষবরণে তাই আঁকে আলপনা।


বটমূলে ছুটে আসে বৈশাখী সাজে,
চারিদিকে ধুমধাম ঢাকঢোল বাজে।
পান্তা ইলিশ পাতে পিষে করে জল,
খোলা আকাশের নিচে লাগে কোলাহল।


বৈশাখী মেলা বসে সারা দেশ জুড়ে,
ছোট-বড় সকলেই আসে ঘুরেঘুরে।
বসন্ত শেষে আজ হাহুতাশি মন,
বৈশাখ বরণ নিয়ে গুনে যায় ক্ষণ।