জনে জনে শুভেচ্ছা করে বিনিময়,
ঝরে পড়া আশাগুলো জাগরিত হয়।
কৃষ্টির বৃষ্টি ঝরে বাঙালীর মনে,
সুর তাল ঢেউ তোলে নব গুঞ্জনে।


এই দিনে গায়ে উঠে বৈশাখী সাজ,
প্রীতি সাজে ভোর রাতে ঘুম নেই আজ।
পান্তা ইলিশ পাতে দলবেঁধে খায়,
বটমূলে ডাক তুলে আয় তোরা আয়।


কখন যে বেলা উঠে মানে নাতো মন,
বটমূলে দলবেঁধে করে বিচরণ।
যত গান মনে উঠে সুর তুলে গায়,
নব সুর নব আশা সীমানা ছাড়ায়।


খোলা মাঠে এই মন যায় বারবার,
একটাই উদ্দেশ্য লাখো জনতার।
রবি এসে জেগে উঠে আগমনী সুর,
নব সাজে শুরু হয় বৈশাখী ভোর।


নতুনের আগমনে স্বাগত জানায়,
বটমূল ভরে উঠে কানায় কানায়।
মন জুড়ে দেশপ্রেম করে ঘুরঘুর,
ঢাকঢোলে বেজে উঠে লাগে সুমধুর।


বর্ষ বরণে মনে যার যত আশা,
আলোকিত রাঙা রবি ভরসায় ঠাঁসা।
মেঠো সুরে কাটে নাতো আগমনী ঘোর,
এসো এসো হে বৈশাখ উঠে নব সুর।