বৈশাখ মাসের ঝড় বৃষ্টি, কেনো যাবো ভুলে ?
ঝড়ে পড়া কাঁচা আম, দৌড়ে নিতাম তুলে ।
পুকুর পাড়ে আম গাছ, থোকা থোকা আম,
চারি ধারে অনেক গাছ, অনেক রকম নাম ।
কিছু আম কাঁচা মিঠা, কিছু আম টক,
ঝড়ের তোপে পুকুর টেকে, ঝিমিয়ে থাকতো বক।
সাদা বক হাতে নিয়ে, ফিরে যেতাম ঘরে,
বনের পাখি বনে থাক, মায়ে দিত ছেড়ে ।


শুকনা পুকুর ভরে উঠত, বৃষ্টির পানি গড়িয়ে,
পানির কৈ টানে উঠত, কান্তিয়ে কান্তিয়ে ছড়িয়ে।
চিমচিমানি বৃষ্টির পানি, ঘাসের মধ্যে কৈ,
পানির মাছ শুকনায় ধরে, গামছায় বেঁধে লই ।
দেশি কৈ ঘরে নিয়ে, মায়ের হাতে ভাজা,
গরম গরম কৈ ভাজা, খেতে ভারী মজা ।


কুড়িয়ে আনা কাঁচা আম, চিকন করে কেটে,
কাঁচা আমের ভর্তা হতো, ঝাল মরিচ বেটে ।
মায়ের হাতের ভর্তার স্বাদ, কি করে যাবো ভুলে?
আরো বেশি পড়ে মনে, বৈশাখ মাস এলে ।
নগর জীবনের বৈশাখ বরণ, বটমূলে বাঁধা,
স্মৃতিতে অমলিন পল্লী মায়ের, কৈ শুঁটকি রাঁধা ।