এই পৃথিবী বড় বৈচিত্রময় -
নিজের দুখে নয়,অন্যের
সুখে দুখি হয়।


হিংসুক পুড়ে মরে হিংসার নলে-
ব্যর্থ জীবন আর হতাশয় জ্বলে।
এখন ও করুণাময় আছেন ভগবান-
অপাত্রে সে কিছু করে না তো দান।
যেমন কর্ম তেমন মিলবে ফল-
বয়ে চলে এসেছে এ চিরকাল।
প্রতিদানে মেলে প্রতিদান-
তুমি যা পাবে সে তোমার
অবদান ।
বুকে লয়ে হিংসা বিষেব বাণ
সংসার মাঝে মহান হতে চান।
মিলিবেনা শান্তি আত্ম মন্থনে-
যদি ও বসে থাক ঐশর্য্যের  আসনে!!!!!