আষাঢ় এলে বৃষ্টি আসে,মাঠে আসে জল
সাথে আসে শাপলা,শালুক আর পানকৌড়ির দল।
ঘাটে ,ঘাটে নৌকা -ডুঙ্গা থাকে সারি সারি
দরকার হলে সকলে দেয় এপার ওপার ফাড়ি।
নৌকা নিয়ে ধানের ক্ষেতে কত মজা আসে
কলমী ফুলের মধুর সৌরভ বাতাসে ভাসে।
বেলে হাঁস ঘুলিসামুক, ছোট মাছ ধরে ধরে খায়
কিষাণ ছেলে কাস্তে নিয়ে ধান নিড়াতে যায়।
টুভ,টুভ করে কোড়া,দেখলে দেয় ডুব
এতো সুন্দর দৃশ্য দেখতে লাগে খুব ।
ফড়িংগুলি লাফায়,লাফায় এদিক ওদিক যায়
সুযোগ পেলে ফিঙ্গে,মাছে ধরে ধরে খায়।
গাঁয়ের লোকে জাল লয়ে মাছ ধরতে যায়
কই,রয়না,বেলে,পুটিঁ মেরে মজা করে খায়।
এখন দিল্লী বসে ভাবি আমি কবে বাড়ি যাব
আপন ক্ষেতের সবজি্ আর বিলের মাছ খাব!!!!