হে নিঃসঙ্গ সম্রাট,
বিজনে নিজের সাথে
অজানা জীবনের স্বাদ নিয়েছো
অজানা দেশে;
যেখানে দুই নারী তরবারি হাতে
ধূলিবসন বুকের পাথরে,
রূপকথার মানুষের টান
দিয়ে গেছে অর্ধেক জীবন...
পুবে পশ্চিমে নিরন্তর
সেখানে করে গেছো অভিযান।
স্বপ্নভাঙ্গা ইতিহাসে
শিখর থেকে শিখরে
সেই আত্মপ্রকাশ,
বেঁচে থাকা মানুষের প্রবাসী মনে
অমৃতস্য পুত্র...
আমিই সে মহাজীবন!