লাল সবুজের ব্যানার ফেস্টুনে ছেয়েছে শহরতলী
বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে রয়েছে কতই না বাণী,
শ্রদ্ধা-ভক্তি যা রয়েছে শহীদদের প্রতি
তার চেয়ে বেশী রয়েছে নেতাদের পরিচিতি।


স্বাধীনতা আজ তুমি ওদের কাছে বন্দী,
যখন যেথায় যেভাবে খুশি
তোমারে করে পুঁজি
ওরা আঁটছে স্বার্থ হাসিলের ফন্দি।


মুখেই শুধু বলে কথা, নাই অন্তরে ভক্তি
এমনি করেই বাড়ায় ওরা নিজেদেরই শক্তি।
যদি থাকে একটুও শ্রদ্ধা-ভক্তি, শহীদ ভাইদের প্রতি
লাগিয়ে দাও তাঁদের ছবি,
নতুনের কাছে জানাও তাঁদের আত্মত্যাগের কীর্তি।


স্বার্থপরতার জাল হতে আজ দাও স্বাধীনতারে মুক্তি
হবে না কোন ক্ষতি, তাতেই পাবে জনতার ভক্তি।
এসো সবে মিলে আজ ধরি হাতে হাত , ভুলে যাই দলাদলি
স্বাধীনতার মূল মন্ত্রে দীক্ষিত হয়ে সম্মুখে এগিয়ে চলি।