যদি মিশে যাও মম মনে
কেমনে আনিব স্মরণে।
বসতি গড় যদি হৃদয় গহীনে
কেন বাহিরে খুঁজিব অকারনে।


আঁখিতে যার আছে সাগর সম জল
সে কি কভু চাহে বৃষ্টির জল,
পাখিরে ভালোবেসে যে, বনে বাঁধে ঘর
পাখির তরে সে কি করে হাহাকার।


বাহিরে খোঁজা তোমায়- হয়েছে অসাড়
অন্তরধামে আছ তুমি নিরন্তর।
কামনা বাসনা তেজী, হৃদয়ে তোমায় পুজি
প্রেম, তুমি শুচি-শুভ্র, সত্য-সুন্দর।