আমার আমার বলিয়া আমি ভাবি সর্বক্ষণ
আমি কি আমার - ভাবিয়াছি কখন?
আমি আমার নয়, বাঁচিয়া আছি তাঁহার দয়ায়,
যে জন করিয়াছে মোর সৃজন, দিয়াছে জীবন।


করিয়াছি কত অহংকার আমি
আমার বলিয়া সবই করিয়াছি দাবি।
গড়িয়াছি আমি টাকার পাহাড়
সব কিছুই তো থাকিবে আমার।


এতদিন অবুঝ মনে ভাবিয়াছি যাহা
বিবেক দংশনে পরিত্যাগ করিয়াছি তাহা।
দু-দিন পর চলিয়া যাব তাঁহার ডাক শুনি
জগতের বিভব সব কিছুই থাকিবে পড়ি।



রচনাকালঃ ৩১ শে মার্চ ১৯৯৬ ইং