রচিনি কিছুই আমি।
আমার মাঝে যার বসবাস
নাসিকায় যার নিঃশ্বাস,
আমার মাঝে বসি
সে রচিছে নিরবধি।


ভালো বাসিছে সে আমায়
ভাসাইয়েছে তারি প্রেমো ধারায়,
দিয়াছে কবিতা, বানিয়েছে কবি
যদিও আমি নই সে কবি।


তারি ধ্যানে আসে আলো
দূর হয় আঁধার
তারি মাঝে হারাইয়েছি
নিজেরে বারবার।


মরু-হৃদে ঢালিছে প্রেমো বারি
গজিছে ঘাস, হইয়াছে তৃণভূমি,
চক্ষু মেলিয়া দেখি
আমি নই মরুভূমি
হইয়াছি ফসলী জমি।


দিও না আমায় কোন খ্যাতি, কোন সম্মান
আমি তো নই কবি, আমি তার ছদ্মনাম।