“আসছে বছর আবার হবে”
প্রাণে জাগায় আশা,
যে দেবী বিসর্জনে
ভুলায় তাঁর ব্যথা।


আবার আসবে, হবে আবার পূজা
রাখবো ধরে মনে তাঁরে,
সাজিয়ে অর্ঘ্য ডালা।


পূজি তাঁরে হৃদ-মন্দিরে
বছর বছর ধরে
সেথা হতে যায় না সে,
কখনো বিসর্জনে।


আবার আসবে তুমি
আবার হবে দেখা,
জেনেছি আমি,
বিসর্জনে সব শেষ নয়,
বরং ফিরে ফিরে আসা।