সময় দ্রুত যাও, আরও দ্রুত বও
ঘুরাইও না আর হেথায় সেথায়,
নিয়ে চলো আমার মৃত্যু যেথায়।


আর দেখাইও না ভাঙ্গা গড়ার খেলা
ধূসর রঙ্গিন স্বপ্ন ভেলা,
পাওয়া না পাওয়ার ব্যাথা
দু-চোখ বেয়ে অশ্রু ঝরা।


সত্য বলে যা কিছু জানি
সকলই মিছে, সকলই ফাঁকি,
মৃত্যুটাই শুধু খাঁটি।
সুখ সুখ বলে করি ছুটাছুটি
মৃত্যুই তো আসল সুখ-কাঠি।


ভুলাইও না আর মিছে আশায়,
দ্রুত চলো, আরও দ্রুত বও
নিয়ে চলো সুখের ঠিকানায়,
আমার মৃত্যু যেথায়।