সূর্যের গনগনে আগুনের মতন
তোমার চোখে-মুখে তাকিয়ে
ঝলসে যাক আমার বুক;
পেতে চাই তবুও কিছুটা অপার্থিব সুখ!


নরকের তপ্ত দীর্ঘনিঃশ্বাসে
পৃথিবির বুকে হাহাকার!


চারিদিকে তুমুল বৈদ্যের বাজার!


আক্রার বাজারে কচুশাক দুর্লভ্য
এবং বেশ সুস্বাদু!


আহা! তবুও একটু সুখ
তোমার চোখের আগুনে পুড়ে
অঙ্গার হওয়ার!