চৈত্রের দুপুরে তরুণ এক আকাশ মুখী
চারিদিকে খোলা প্রান্তর
শরীর ঘিরিয়া তার খেলা করে
খরতাপের অনুজ্জ্বল বলয়
মনে হয় যেন,-
কোনোও দেবদূতের স্বর্গ-গমন প্রস্তুতি!
আকাশে এখন নেই কোনো তারা
তবু চোখ তার আকাশেই নিবিষ্ট নিবদ্ধ;
নেই কোনো ছিটেফোঁটা মেঘের আভাস
যা গলে বহিতে পারে বারিধারা
তবু চোখ তার আকাশেই নিবিষ্ট নিবদ্ধ!
চারিদিকে খোলা প্রান্তর
গগনে-মর্তে-মলয়ে একাকার,
খেলা করে উত্তপ্ত লু হাওয়া
শুধু ঊর্ধ্বমুখী তরুণ এক অনড় অরব
কোনো এক চৈত্রের দুপুরে!