অনেক নক্ষত্রের ভিড়ে একটি
নক্ষত্র হারিয়ে গেল কী,
পেঁচা কহিল ইঁদুরের কানে কানে!
ভোরের আলোয়ে গাহিয়া উঠিল
শ্যামা সুমধুর কণ্ঠে-
‘আমি গেয়ে যাব অবিরাম
প্রাণের উৎসবে প্রণয়ের গান’!
ফ্যাকাশে জোছনায় মৃত তারারা;
দূরে বহু দূরে নক্ষত্র জেগে রয়
আকাশের উপর আকাশে
দেখিতে কেহ পায়, কেহ পায় না!
নক্ষত্র কখনো হারায় না!!