সাগর নয়, হ্রদ নয়,
ক্ষুদ্র নিথর জলাশয়;
দুই চোখ জুড়াবার সম্ভাবনাহীন
এবং স্বপ্নীল আবেশে
হবেনা কখোনো আকুল অধীর!
খেয়ালী মলয়ের রঙ্গছলে
হয়তোবা কখোনো জাগবে ঊর্মিমালা
অথবা নীলাভ ফেনা;
জনম জনম কাল শেষে
সঞ্চিত ফেনারাশি
নীল যার রঙ,
সমাহিত হতে চায় যদি কভু
দুঃসাহসলয়ে শিকড়ের মূলে
শুষে নিও তারে
রুদ্র খরায় লীন হওয়ার আগে;
না হয় ভাসিয়ে দিও
সাথী হারা রাজহংসী
ধারালো নখর এবং
সুচালো গ্রীবা-চঞ্চু
আছে যার!