যে সময় একবার এসে চলে যায়
অদ্ভুত আঁধার এসে বাসা বাঁধে
পরিযায়ী সময়ের কোলে
বালিহাঁস কিছুটা সময় কথা বলে
তারপর সব কিছু চুপচাপ
থেমে যায় সময়ের গতি
থেমে যায় জলের স্রোত
হিজল ফুলেরা ঝরে পড়ে
পচা-বাসী জলের উপর!
গানের পাখির কণ্ঠ স্তব্ধ,
সাথীহারা ঘুঘু কাঁদে অবিরাম,
বউকথাকও হলদে পাখির
দেখা মেলে নাকো আর,
সবুজ পায়রা লুকালো কোথায়!
তনুশ্রী যেই নারী
কলসী কাঁখে একবার এসেছিল
দীঘির কিনারে
তার দেখা পাওয়া যায়নি আর!
অদ্ভুত সময়ের কোলে
পড়ে আছে হিম মৃত্যুর গল্প কেবল!