হাজার রঙে ছবি আঁকলেও
             সেই ছবি আঁকা হয় না
হৃদয়ের গভীরে যে রূপ লেগে থাকে !
হাজার মনের কথা বললেও
               সেই কথা বলা হয় না
হৃদয়ের গভীরে যে চুপ কথা থাকে !

তাইতো থেমে নাই রঙ আর তুলি ;
তাইতো থেমে নাই কথা আর বুলি !

হাজার মৌনতা ভেঙ্গে হাজার পাহাড় চিরে
অবিরাম অবিরল নির্ঝর ঝরে
আর কত পথ বয়ে বয়ে
সফেদ ফেনা বুকে লয়ে
দূর সাগরের বুকে আছড়ে পড়ে
দূর সাগরের বুকে আছড়ে পড়ে !!

কত অপরূপ রূপে প্রকৃতি সাজে ;
কত সুর আর সুরে প্রাণের কথা বাজে !

এই যে রঙের খেলা ,
এই যে কথার মালা ;
শেষ হয়েও কভু হয়নাকো শেষ
অনন্তকাল থেকে যায় তার রেশ !!