একরত্তি বায়বীয় সুখ দিতে পারতে তুমি
তাতে তোমার রূপের ক্ষতি হতো না,
তোমার ঠনঠনে বুকে ক্ষত হতো না,
অনুরাগের আগ্রাসন হতো না;
আমি বুঝে নিতে পারতাম এ জগতে
বেঁচে থাকার কতোটা সুখ!


মেঘের গর্জনে ময়ুরের পেখম মেলা জমিনে
হাঁটতে হাঁটতে অনেকটা পথ
পার হয়ে এসেছি; শুকনো ঘাস!
প্রত্যাশার বৃষ্টি রোদ্দুরে গিলেফেলেছে!


অথচ অকাল-বর্ষণে ফসলের পচন,
দরজায় কড়ানাড়ে উপোসের আয়োজন;
লবন-জল-মাখা অনেক গুলো চোখ
আকাশের দিকে তাকিয়ে এখন...!


এবার লাল-পিরান এক কঠিন দুঃস্বপ্ন;
কতোটা খুশির বান তুমি আশা করো!