আঁধার সময় এর কোলে
পৃথিবীর সব রূপ আজ
ধরা পড়ে গেছে;
বাঁকা শিঙ এর মত চাঁদ
সে ও আজ খুঁজে নেয় পথ,
মুখ লুকানোর পথ!
বুড়ী পেঁচা বলে-
আহা! কী চমৎকার সময়
দুই একটা শিকার ধরিবার!
বোশেখের তাপদাহ শরীরে এখন,
মায়াবী শীতল জল
পথ হারায় সে কোন অজানায়
একবার দেখা মেলে তার
মেলে না আবার...!