রাশি রাশি ফুল পড়ে ছিল সেথা
কিছু তার কুড়ায়ে নিলাম
দেবীর বেদীমূলে রাখিবার
সময় এসেছে ফুরায়ে জেনেও তবু!


দেবীর তুষ্টির কারণ অকারণ
যেন মহামুল্য গুপ্তধন;
লুন্ঠিতে চেয়ে ছিল কী এই মন
জানিনা তাহা! দেবী কি জানে?


হয়তো বা, হয়তো বা জানে না!
তবুও খঞ্জর লয়ে হাতে দেবী
আসিল তেড়ে, বিদ্ধ করিল
পূজারীর বক্ষ বড্ড অকারণ;


রুদ্ররূপিনী দেবী করিল হেন কাজ!
বক্ষ বিদারী মূঢ় পূজারী তবু চাহে
করিতে তুষ্ট দেবীর হৃদয়
এমন কাণ্ড হয়না জেনেও তবু!


থাক না পড়ে ফুলদল পথপাশে
অসুর মাড়িয়ে যাক হেসে হেসে!