একদিন দেখেছিলাম শৈশবে তারে
জলের কিনারে
রক্তিম কেশরের নরম
হিজল ফুলের মালা গাঁথিতে
খুব বেশি আনমনে
চিকন সুতার বুননে
কচি হাতের সরু সরু আঙ্গুলে;
কালো বেনী দুটো পড়েছিল
গোলাপী কাঁধের দুই পাশে!
মাঝে মাঝে দোলায়ে বেনী যুগল
চকিতে হরিণীর মতন
চোখ দুটো ঘুরায়ে এদিক-ওদিক
কাহারে যেন-বা খুঁজিত সে
সেই দিন শৈশব বেলায়!


ঢের ঢের দিন হয়ে গেছে পার
আজো ভাসে ছবি তার,
আহা! আজো ভাসে ছবি তার
দাঁড়ালে কোনো নির্জন জলের কিনারে!