জীবনের কাছে হেরে যাওয়া নাবিক
আমরা এখন বড় ক্লান্ত!
জীবনের কাছে হেরে যেতে চাইনি আমরা;
সময় তবু দেয়নি আমাদের মুক্তি!
কালের অন্ধকারে দিয়েছে যে ঠাঁই
আমাদের দুঃসময়!
আমরা কি খুউব ভুল ছিলাম?
আমাদের প্রত্যেয়র কাছে কি আমরা নমনীয়?
উহা শুধু জানে আমাদের দুঃসময়।
আমাদের প্রত্যয়, আমাদের প্রতি
আমাদের যে গভীর-গভীরতম আস্থা
সে তো কখোনো দেয়নি বলে
এমনি-এমনিতর জীবনের কথা
তবু তবুও সময়-দুঃসময়
আমাদের বয়ে নিয়ে গেছে
এমনি-এমনিতর এক জীবনের কাছে!


হে কালদেব, গভীর-গভীরতর
অন্ধকারের ভেতর কি
নব-নব সূর্যোদয় ঘটে?
গভীর-গভীরতর অন্ধকারে
আমাদের বিহ্বল চেতনা
গভীর-গভীরতম ঘুমে আচ্ছন্ন;
জেগে উঠতে চাই-না!
জেগে উঠতে চাই-না!!