উইলো ঝোপের কাছে বসে আছি
বেশ তরতাজা!
অনেকটা পথ হাঁটা সূর্য
ক্লান্তির মলিন ছায়া ফেলে
বলে গেল আজ বিদায় হে বন্ধু!


খুব বেশি পুরানো দুর্গের
চৌকাঠ পেরিয়ে
সোনালী চুলের মেয়েটি রক্তিম
ঠোঁটে পুরানো দ্রাক্ষারসে
এক পেগ চুমো খেয়ে বলে শুভ সন্ধ্যা!


আগের মতই জলপাই
গাছের তলায় জমাট বাঁধা!
নিস্তব্ধতা ভেঙে ঠোঁট নড়ে
সোনালী মেয়ের,
এক পেগ চুমো খেয়ে বলে-
‘শুভরাত্রি......


বরং তুমি হেঁটে যাও
রাইন নদীর তীর ঘেষে
দেখা পেয়ে যাবে রাইনের জলে
তোমার চন্দ্রমুখীর’!


অনন্ত নদীর মত সোনালী চুলের
উদাসী মাতাল মেয়ে......!