হালের কৃষ্ণ হয়ে পুরানো বাঁশি
বাজাই তুমুল;
আমার রাধিকা কানে হেডফোন ঢুকিয়ে
খোশগল্পে মশগুল
অচেনা কোনোও তরুণের সাথে!
রাধিকা যেওনাকো ঐ পথে
কী কথা এতো আনপুরুষের সাথে!
রাধিকা তোমার রূপের বাহার
বিকিও না আর ক্যাসিনো-বারে
খুব সস্তা দামে!
বেলা শেষে দেখবে একাকি
রয়েছ পড়ে কোনোও এক
জীর্ণ কুটিরে ক্লান্ত শরীরে
জরা-ব্যাধি ধরেছে তোমারে!
রাধিকা, যেওনাকো আর ঐ পথে;
ফিরে এসো রাধিকা তোমার
মাথুর নিকুঞ্জ বনে
আনন্দে কেটে যাক বাকিটা সময়!