যাঁহারা একবার গিয়েছেন চলে
রক্ত পিচ্ছিল পথ পেরিয়ে
রক্ত-ঘামের গন্ধ ছড়িয়ে,
শীতের শেষে ঝরা পাতা কুড়িয়ে
বারুদের গন্ধ শুঁকে নিয়ে
দু’ফোটা চোখের জল রেখে যাই
পলাশের রাঙা পাপড়িতে;
কুহকের ডাকে ফিরিবে না আর
সবুজ অরণ্য মাঝে
রাঙা সূর্যের মুখ দেখিতে!