দিনগুলো কেটে যাচ্ছে খুব দ্রুত!
চিরযাত্রার দিকে এগিয়ে যাচ্ছি
এক পা এক পা করে!
একবার মৃত্যু হলেই যাহ!
সব শেষ!


কিন্তু আমার যে
দ্বিতীয়বার জন্মাতে বড্ড ইচ্ছে হয়!


তোমায় অবেলায় পেয়ে
ছেড়ে যেতে এখন মন চাইছে না একদমই!


এ জীবন তো কাটাচ্ছিলাম
ভুল মানুষের ব্যাথা নিয়েই !
ছলনাকে সত্য ভেবে  
ভুল মানুষকে সঠিক ভেবে
অতঃপর
চরমভাবে ভুল স্বীকার করে
যখন হাঁপিয়ে উঠেছিলাম-
তখন পেলাম তোমায় বড্ড আকস্মিকভাবে!


দ্বিধা- দ্বন্দ্বের অবোধ মানসিক লড়াই হেরে
আজ আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি!


তুমি মিশে যাবে আমার সাথে এভাবে!
আমি হারিয়ে যাবো তোমার মাঝে এভাবে!


ভাবিনি কোনদিন আসবে এমন দিন
যখন দিনের শুরু আর শেষটা হবে না তোমায় ছাড়া!
ভাবিনি তোমায় না ভেবে কাটবে না দিনের একটি ঘণ্টাও!
ভাবিনি তোমায় না বলে কোত্থাও বেরুবো না।
পার্কে যাবো না  
এমন কি খাবো না, ঘুমাবো না!
তোমায় না ভেবে
তোমায় বসিয়ে না রেখে
লিখবো না কোন কবিতা।
তোমায় বিশ্বসংসারের যত দুর্লভ জ্ঞান না দিয়ে ক্ষান্ত হবো না!


এখন তাই মনে মনে আকাঙ্খা জাগে-
আর এক বার জন্মালে
তোমার পুতুল খেলার সাথী হব!
আর এক বার জন্মালে
এক বেঞ্চের সহপাঠী হবো।
আর এক বার জন্মালে
ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে প্রেম করবো।


আর এক বার জন্মালে
তোমার অসুখের প্রথম চিকিৎসা হবো!
আর একটি বার জন্মালে
তোমার প্রথম ও চূড়ান্ত প্রেমিক হবো।
আর এক জন্মালে
তোমার সুখের ঠিকানা হবো।
এক একবার জন্মালে
তোমার হাসির কারণ হবো।
আর এক বার জন্মালে
তোমার দুঃখ ভোলার মাধ্যম হবো।
আর এক বার জন্মালে
তোমার শেষ অবলম্বন হবো।


আর একটি বার জন্মালে
তোমায় নিয়ে সহস্র কবিতা লিখবো!
তোমায় নিয়ে মঞ্চে মঞ্চে আবৃত্তি করবো!
আর এক বার জন্মালেই
তোমায় নিয়ে বিশ্বজগৎ ঘুরে বেড়াবো!
তোমায় নিয়ে এক ফ্রেমে অজস্র ছবি তুলবো!
আর এক বার জন্মালে
তোমায় নিয়ে শান্ত নদী সাঁতরাবো!


আর এক বার জন্মালে
অনেক বড় শিল্পি হবো
তোমায় ছবি এঁকে এঁকে
আর্ট গ্যালারি ভরিয়ে তুলবো!


আর একবার জন্মালে
তোমায় নিয়ে এক ছাদের বাসিন্দা হবো!
আর একবার জন্মালে
তোমায় নিয়ে বাগান করবো!
ফুলে ফুলে ভরিয়ে তুলবো গোটা বাড়ি!
মৌমাছি আর প্রজাপতির মেলা বসবে নিত্য!


আর এক বার জন্মালে
তোমায় নিয়ে হাজার রজনীর কাব্য রচনা করবো!


আর একবার জন্মালে
তোমার মাথার তাজ হবো!
আর এক বার জন্মালে
তোমার শ্রেষ্ঠ অলংকার হবো।
আর এক বার জন্মালে
তোমার অহংকার হবো।


আর এক বার জন্মালে
বার বার তোমার প্রেমে পড়বো।


তাই আর এক বার, একটি বার জন্মালেই
তোমার হবোই হবো।