থাকিতে যে পেল না ভালোবাসার স্বাদ,
মরণে কেন তারে দিলে রাজপ্রাসাদ।
জীবনে যার নাইবা পেল মূল্য কোনো,
মরণে কেন তারে সম্মানে রাখো।


মৃতরা কি স্বাদ পায়! তোমার মেকি সম্মানে,
মিছে ছলনা কেন করো তাদের রুহের সাথে।
তারা স্বীকৃতি চাহে না তোমার যারা কবরে,
মসজিদে মসজিদে পড়ো রে দোয়া কবরবাসীর তরে।


মিছামিছি করছ রে মন অপচয় শুধু,
হিসেব তোমায় দিতে হবে, রেহাই নেই কভু।
ব্যবসা তোমার বন্ধ হবে, মানুষ সবি জানবে যবে,
ছাড়ো রে ভাই মিছামিছি তালবাহানা তবে।


                   @@@
রচনাকালঃ ২৫/০৫/২০১৭ইং, বৃহস্পতি বার, নিজবাড়ী।
(মূলত একটি গান হিসেবে লিখিত)