যদিও মোদের বিজয় হয়েছিল,তবুও
ভুলিনি তাদের_
একাত্তরের সেই স্বাধীনতাদ্রোহী, রাজাকার,আল-বদরদের
যারা ধ্বংস করতে চেয়েছিল বাঙ্গালী জাতি,
কেড়ে নিতে চেয়েছিল
বাংলাদেশ নামের ছোট্ট একটি ভূখন্ডকে,
যারা ধ্বংস করেছিল নিরীহ বাঙ্গালীদের
মোরা ভুলিনি তাদের।
মোরা ভুলিনি ঐ সব কাপুরুষদের
*২৬ শে মার্চে,যারা হত্যা করেছিল ঘুমন্ত বাঙ্গালীদের
মোরা ভুলিনি সেই সব বর্বর-পাষাণ্ডদের,
যারা কেড়ে নিয়েছিল অসংখ্য মা-বোনের ইজ্জত
মোরা ভুলিনি,ভুলার নয় সেই সব চিরশত্রুদের!
বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলে উঠে,
ঐ সব পাষাণ্ডদের পুড়ে ছারখার করে দিতে।
@@@
*চিহ্ণিত স্থানে ২৫শে মার্চের পরিবর্তে ২৬শে মার্চের উল্লেখ করা হয়েছে,কারণ ২৬শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তান কর্তৃক গণহত্যা পরিচালিত হয়েছিল।