ধূমকেতুর মত প্রকাশ তোমার
উল্কার মত বেগ,
চলাচলে নেইত কমা
নেইত যতি ছেদ।
হৃদয়ের যত কথা
হয়নি বলা
অন্তরে শত ক্লেদ।।
আমি তোমারি পাষাণ হৃদ মন্দির
আজি লক্ষ্য করেছি স্থির,
ক্ষণকাল তরে আজি
সে গতি করিব ধীর,
আজি ছুড়িব সেথা লক্ষ-কোটি ভালবাসার তীর।
ভেদিব সেথা, ছেদিব তথা,
তোমার পাথরসম কঠিনতম হৃদ।।
কুসুম কুসুম ভালবাসার বীজ
আজি বুনিব সেথা রবে চিরকাল।
আজি মরুর বুকে ঝরাব
শ্রাবণের ঝর্ণাধারা,
গহীন অরণ্যে ফোটাব তথা
জুঁই,চামেলী,শিউলী,চাঁপা।।
আজি ভাসাব তোমায় প্রেম জোয়ারে স্বপ্নের মত,
আজি হৃদয় গহীন ছেদি উপুর করি নিব,
তোমারি প্রেমাঞ্জলি শত।
আমি বিজলীর মত চঞ্চল আজি
আকাশের মত উন্মুখ,
পাহাড়ের মত দৃঢ় আজি
সাগরের মত উত্তাল,
বাতাসের মত অস্থির আজি
মিথ্যার মত জঞ্জাল।
তোমারি তৃষ্ণিত প্রেম লবিতে আজি
কঠিনতম পাষাণ হৃদ করিব ভেদ।।
@@
রচনাকালঃ১৬।০৮।২০১৪ইং,শনিবার,নেত্রকোণা (সন্ধ্যাঃ৭.০০টা)