সব মানুষের আছে শান্তি,
ওদের শুধু নাই;
ফজরের আযান শুনে-
ওরা, মাঠে ছুটে ভাই।
কাঁধে ফেলে লাঙ্গল জোয়াল,
সাথে লয় গরুর পাল।
সূর্য উঠার আগেই তারা
জমিতে দেয় চাষ,
রোদ বৃষ্টিকে সহ্য করে
কাটায় সারা মাস।
অনেক কষ্টে ফসল ফলায় মাঠে,
কম দামে বেচেঁ তারা হাটে।
দুঃখ করে না তবু ওরা,
সহজ সরল মানুষ তারা।
ওদের ছাড়া!
খাঁটি মানুষ আর কে আছে ভাই?
ওরাই সৎ, ওরাই মহৎ
সবারই অন্ন যোগক বাংলার কৃষক।