বেদনাসিক্ত একটা মন,
বারে বারে অগ্নিদগ্ধের মতন,
দুর্লভ যন্ত্রণা পেয়ে অহরহ,
কাউকে না বলে যত সব বিরহ
নিরব যন্ত্রণায় জর্জরিত।


একটা কষ্টাঘাতের জীবন,
নিরবে-নিভৃতে দেয় অশ্রু বির্সজন,
অস্থির ব্যঞ্জক ব্যাথাহত হৃদে,
ভোরবেলায় প্রকৃতির তুলিতে,
ভাঙ্গাগড়া জীবনের বিচিত্র ছবি আকেঁ।