এই যে পথের মানুষগুলি
পথেই ঘুমায়, পথেই খায়,
পথেই তাদের বাস।


বৃষ্টিতে ভিজে, রৌদ্রে পুড়ে
ঝড়ে কাঁপে, শীতে কাঁপে
পায় না তারা মাথা গোঁজার ঠাঁই।


তাদের ফেলে আমরা কেন পাশ কেটে চলে যাই?
তারাও মানুষ, এক ঈশ্বরের সৃষ্টি!
তবুও- তো ভাই পড়ে না মোদের সু-দৃষ্টি।


কেন তারা পড়ে থাকে রাস্তার পাশে?
কেন তারা কষ্ট করে রোদ-বৃষ্টি-ঝড়ে!
কেন তাদের গায়ে ছিন্ন বস্ত্র!
কেন তারা পায় না দু'মুঠো অন্ন!


আমি'ত মানুষ, তুমি'ত মানুষ, আমরা সবাই মানুষ,
কেন তাদের অবহেলা করি ভদ্রতার দোহাই দিয়ে?


মানুষের অন্তরে খোদার আসন,
কেন তা ভেঙ্গে ফেলি ওদের পিঠে লাথি মেরে?


আমরা ঘুমাই অট্টালিকার'পরে,
ওদের ফেলে ড্রেনের পাশে।
আমরা খাই সুস্বাদু খাবার,
ওরা শুধু দেখে চেয়ে।


হে বড়লোক! হে ভদ্রলোক!
জিজ্ঞেস করি তোমাকে-
কি এমন ক্ষতি বলো- ওদের দিকে তাকালে?
ওরাও-তো সৃষ্টির সেরা জীব,
মহান ঈশ্বরের প্রতিনিধি,
কেন তারে লাথি মারো আত্মহংকারে?
এ প্রশ্ন আমার বিবেকবান মানুষের কাছে।


সেবাতে আল্লাহ্ পাবে,
ধ্যানেতে দিদার,
জ্ঞানেতে ওলি হবে,
বলেন- মুর্শিদ আমার।


ওরে ভাই মুমিন, করো না ঘৃণা তারে,
তার অন্তরে খোদা বাস করেন।