রাত্রি শেষের ভোরে এ সন্ধিক্ষণে আজ ,
স্পর্শেও প্রকৃতি , বহমান সুবাতাস ।
জেগে ওঠা ঢেউ - সমুদ্রের ,নব সাজে
বালুকাবেলায় লেখা নামে - দীর্ঘশ্বাসে
মুছে যায় , জেগে ওঠা রবি পড়ে তাজ ।
আকীর্ণ সেই পথে নোনাজলে প্রানের
আসত্তে , জলজের ছানাপোনা - উদ্ভিজ্জ ।
উদ্ভিদনু - উদ্ভাসন মগ্নতায় ঘরে ॥


সেও ঘরছারা, ঘরকুনো ডেকে যায় !
ঘনাগম বিশ্বগৃহতে ঘোনালো - আয় ,
জয়ভেরি বাজে জয়োস্তু সে কামনায় ।
তটস্থ তটিনী তড়তড়ে মোহনায়...
পরতন্ত্র - মানবই পরভৃত ময় ,
দনুজ দলনীর দমন হওয়ায় ॥