তোমার প্রিয় আঙ্গুল যখন গড়েছে প্রতিরোধ
ছুঁয়েছি তোমায় - যেই বিরহ করে করায়ত্ত্ব...


আমার জীবন বিচার থাকবে না কোন মেশিন
নিবন্ধে -স্মরণীয় করে নেবে না পরিচয় দিতে !
মানুষসৃষ্ট উপগ্রহ হতে থাকবে না কোনই
নজরদারী আমার উপর -জরুরী বিভাগের
নিরক্ষন বন্ধ হবে - এটাই মৃত শরীর বলে !
কংক্রিট শতাব্দীর শেষে এ সবুজ পৃথিবীতে
আবার নগ্ন শরীর নিয়ে - আমিই আসব ফিরে ...


তোমার প্রিয় আঙ্গুল যখন গড়ছে প্রতিরোধ
ছুঁয়েছে মেশিন গানের ট্রিগার - যুদ্ধে প্রতিপক্ষ ...


ফুল ছুড়ছে না কেউ বিমান হতে এ সভ্যতাকে
ছুটছেই  মিশাইল যুদ্ধ প্রান্তরে - সকল দেশে
এই সভ্য শতাব্দীতে আমরা ওরা আজ সশস্ত্র
শাসক কিংবা দেশদ্রোহী - কোন আতঙ্কবাদীরই
দল ! আমরা ওরা সকলেই মানব সভ্যতার
ফসল - সবাই বাঁচতে চায় তবু কেন মরছে
প্রতিদিন - কীভাবে আসব ফিরে দেখতে সুদিন !