একা আমি আর আমার একার অন্ধকার
স্বাগতম , সূর্যালোকে ভরা দিনের অন্ধকারে ,
যোগ্য সকল অস্তিত্যের মতো বাঁচার
ছিল না কি আমারও অধিকার ?
রাতের অন্ধকারে স্বপ্নের ভিতরে
আমি বেঁচে থাকি ,জেগে উঠি তারার সমাহারে ।


তোমার জিহ্বা কেবল কেন আমার গুণ গায় ?
তোমার সকল প্রাপ্তি কেন
কেবল আমার পরশে মিলায় ?
পার্থনাতে - অন্তরের অন্তর হতে এ মানব জীবনে !
আছে তো - নানা বাক্যে নানা সাধন
নানা কার্যের মিলন লক্ষনায় ।


আমি নিকৃষ্ট ,আমি ঘৃণ্য - আমার মৃত্যু হয়েছে ,
আমিই ক্লেশ ও দীনতা - আমার মৃত্যু হয়েছে ,
আমি তোমার দুঃক্ষ ও ভয় - আমার মৃত্যু হয়েছে ,
তুমি জান - সূর্যালোকেও অন্ধকারে থাকি ,
ছিলাম জীবনবৃক্ষের মৃত্যবত ফল !
তোমার অন্তরে আবার জীবন্ত ছবি আঁকি !
তোমার জ্ঞানবৃক্ষের ডালে জীবন্ত অন্তমিল
যখন তুমি আনন্দিত হও - পুনর্জন্মে দলে
বেঁচে উঠি - তোমার পবিত্র আত্মার বলে ।


আমি আছি তোমার ভিতর - ভালবাস আমায় ?
হৃদয় আলোয় প্রান পাই - থাকি মিলন অপেক্ষায় ,
তবু কেন এত অন্ধকার?লক্ষ কোটি দিনের আলোয়!
রাতের অন্ধকারে স্বপ্নের ভিতরে ,সাথে তোমার
আমিও বেঁচে থাকি ,আর
জেগে উঠি তারার সমাহারে।