চাঁদ জাগানিয়া গান একাই শুনি
পিঠেপিঠি বড় হই অথচ পিঠ বুঝিনি
কতকাল মই চেয়ে গাছ ছুঁই না।


আযানের নাকি আজাদের শব্দ বাজে
এই এলো ঢেউ মেখে চোখ-
বা পাশে কাৎ হয়ে শোয়া পাপ আমি ভুলে যাই
একদম পাখি চিকচিক করে,
শূণ্যতা শুধু ওরাই বোঝে
মেঘেরা কিছু বোঝেনা
আমাদের পথ প্রশস্ত নয়।


চোখ ছুঁয়ে ঘুমায়ে পড়ি হেডফোন প্যাঁচানো-
আমায় ভাসাইলিরে, আমায় ডুবাইলিরে
অকুল দরিয়াই মাঝি পথ নাই রে…