হৃদঙ্গে তোমার হাত চুইয়ে যাও,
আমার অস্তিত্বের পূর্ণতা দিয়ে।
মাকড়শার জালে পার করি ঘুমঘুম বিকেল
কতকাল যেখানে শব্দের আনাগোনা নেই
যেমন- কলসেন্টারে তোমার নাম নেই
অথচ- মুঠোফোনে শুধু তোমারই নামতা!
বিভ্রমে পুড়ে আঙ্গার আমার স্ট্রেটকাট ভাবনাগুলো
সমিরণ সমীকরণ মিলাতে হিমশিম খায়
অসুখ বেড়ে যায়—
বড্ড বেহাল বেড়ে উঠা আজ উঠোনের প্রাণ!


০৫ ফেব্রুয়ারী ১৫