#ভালোবাসার স্বরলিপি
# কলমেঃ শ্যামল সরকার


ভালোবাসার স্বরলিপি শিখিনি বলে আজও তোমার কক্ষপথ খুঁজে পাইনি;
জীবনের ক্যানভাসে এক বুক স্বপ্ন বুনতে পারিনি;
পারিনি নীলাকাশে যুগলবন্দি পাখি হয়ে উড়তে;
আমি এক চাতক পাখি অপেক্ষার ধূসর মরুতে।


আঁধাররাতে লক্ষকোটি তারার নিঃশব্দ প্রহরী হতে পারিনি;
ভরা পূর্ণিমায় মিতালি হয়নি
আমার সাথে রুপালি জোছনার;
ঘুমভাঙ্গা মধ্যরাতের শূন্যতায় অন্তরে জ্বেলে যায় প্রেমাগ্নি।
তাই আমি মুখ লুকানো নিকষ সন্ধ্যার এক ঘন আঁধার।


ধারাপাতের 'যোগ' এর নামতা শিখতে পারিনি;
তাই জীবনখাতায় শুধু বিয়োগের আঁকিবুঁকি;
মনের অব্যক্ত কথাগুলো তোমাকে শোনাবার সুযোগ পাইনি;
তাই কখনো তোমার হাত ধরে পাশে বসা হয়ে উঠেনি;
আমি নিঃসঙ্গ বিকেলের সোনালি আভার এক মায়া,
ধীর লয়ে নেমে আসা শ্রান্ত চিল-ডানার শান্তছায়া।


আমি বিষন্ন দুপুরে ঝুলে থাকা এক চিলতে সফেদ পুঞ্জমেঘ।
আমার বিষাদের চাতালে বসতি গড়েছে অবাধ্য আবেগ;
তবুও তুমিহীনা একাকী জীবনের স্হবির যৌবনে ভৈরবী সুর বাজে কানে;
জীবন ফিরে পায় গতি, কবিতার কারুকাজে, ছন্দের সুমধুর কলতানে।