আমার মায়ের খসখসে হাত
পা-ফাটা তাঁর জীবনভর,
ধানখেতের মা সরল শ্রমিক
সামলাত তাঁর  বাড়ি ও ঘর!
কোথায় রে মা খাটিস নে তুই--
জীবনটা তোর বাজি রেখে?
বুকের মধ্যে থাকিস বলছি
না-হয় শিখব কা'কে দেখে!


মায়ের শিক্ষা: থাকি যেন
সৎ-এর পথটি ধরে;
তোর সততার সঞ্চয় মাগো
আমায় পূর্ণ করে।