বই যদিপায় দেখবে ওরাও
অ-আ-ক-খ শিখবে,
স্লেট পেনসিল পেলে ওরাও
দুই তিন চার লিখবে l
ঘর যদি পায় শোবে  ঘরে
চায়নাকো আর ফুটপাথে ,
মায়ের স্নেহ চায় যে ওরাও
খাবার খেতে মার্ হাতে  l
ইস্কুলে যায় কত ছেলে
তাদের মায়ের হাত ধরে ,
ইচ্ছে করে ওরাও যাবে
পিঠের  ব্যাগে বই ভরে l
কিন্তু তাদের কেউ ডাকেনা
আয় রে সোনা পড়বি বলে
আদর করে খায় না চূমু
কেউ নেয় না তুলে কোলে l
ভালো নাম ও নেইকো তাদের
হ্যাবলা -পটলা -গ্যাঁড়া ছাড়া ,
দুরছাই আর অবহেলাটাই
সকল সময় করে তাড়া l
বাবা মায়ের স্নেহ কেমন ,
কেউওরা তা জানেই না ,
তাই তো ওরা বেপরোয়া
নিয়ম নীতি মানেই না  l
ক  'জন  ভাবে ওদের কথা
কেউ কি ঘরে দেবে ঠাঁই ?
কেউ কি বলবে -আয় রে খোকন
শুবি আমার বিছানায়  l
ওদের  জন্য কোনো চোখ ই
ঝরায় নাকো চোখের জল ,
তাই তো কুঁড়ি হয় নাকো ফুল
ঝরে প্রাণের শতদল l
ফুটপাতেতে সন্ধ্যে নামে
ফুটপাতেতেই ঘনায় রাত ,
শীত  -বর্ষা মশার কামড়
জীর্ণ পোশাক আর ফুটপাত ll
,