অন্ধত্বের গোলামী করেই মধ্যযুগিও পরম্পরা বহাল রেখেছে মানুষ l
অন্ধত্বের বশ্যতা আজ ও রক্তক্ষরণ ঘটায় আলোর
পৃথিবীতে l
মুক্তি হীন যন্ত্রনায়  অস্তমিত হয়
সৃষ্টি সূর্য  , প্রার্থনায় জেহাদের সুর
ঘোষিত হয় l
শেষ ঘুম ত্বরান্বিত করতে জীবন ই
অস্ত্র শানায় l
অন্ধকারের সেই পরম্পরায় বিস্মৃত হয় ভোরাইয়ের আলাপন ,
নেশাচ্ছন্ন ঘোরেই মানুষ মেনে নেয়
অন্ধকারের ফরমান l
পোকার মতো জন্ম নিয়ে নিয়তি
মেনেই মৃত্যু বরণ  করে l
অন্ধকারের সেই পথ চারণায়
যদি কেউ আলোর মন্ত্র উচ্চারণে
নতুন ভোরের গান বেঁধে অন্ধত্বহীন পৃথিবীর স্বপ্নে ঘুম
ভাঙানিয়া সুর তোলে, তখন
ঝড় ওঠে অন্ধশালায় ,
নেশা গ্রস্থ শীর্ণ পৃথিবীর চড়াই -
উৎরায়ের খাঁজে খাঁজে l
সে ঝড় ফতোয়া জারি করে
অন্ধত্বের স্বপক্ষে l
বুকে যন্ত্রনা নিয়ে দেশান্তরী হয়
স্বপ্নাদ্রষ্টা আলোর দিশারী -তখন
দূষিত পৃথিবীর অন্ধকার আরো
গভীর গহনে ঘনীভূত হয়
মুক্তিহীন দাসত্বে ll