কবিতায় তোলে অনেক প্রশ্ন
কবিতাই করে প্রতিবাদ,
কবিতায় তো চায় জানতে
ওদের কেন কালো রাত?
কবিতা  শেখায় হাত ধরে চলা
কবিতাই বলে হিংসা নয়,
গহন রাত্রি ঘুচিয়ে কবিতা
আনে সে ঊষায় সূর্যোদয়
কবিতা ভাবায় কবিতা ছোটায়
দূর্গমেতে গড়তে পথ
এ ভুবন পুরের অন্ধ গড়ে
কবিতায় গায় আলো শপথ।