জীবনটা হোক রাত সরানো
ভোরের আলো,
সেই আলোতেই সরবে পথের
গহন কালো।
জীবনটা হোক বিভেদ বিহীন
ভালোবাসা,
সকল মানুষ মানুষ হবে
মিটবে আশা।
জীবনটা হোক মেঘের মতো
সবুজ গানের,
দেখবে মরু নেই ভূবনে
ব্যাথার তানের।
জীবনটা হোক পরের ব্যাথায়
দূখ সরানোর,
পথ হারাদের সঙ্গী হয়ে
পথ ধরানোর।
জীবনটা হোক মহান কাজে
শপথ নেবার,
জীবনটা হোক অন্ধ সময়
বদলে দেবার।
জীবনটা হোক মানুষ হয়ে
মানুষ গড়ার,
মাটির মতো ভালোবাসায়
হৃদয় ভরার।
জীবনটা হোক পর হওয়া নয়
আপন করার।
সূর্য হয়ে আঁধার মনের  
হাতটা ধরার,
জীবনটা হোক গর্ব করার
সকল জনের
বিজয় আসুক খুশি ছড়াক
সকল মনের।