সমতল যদি শরীর বাংলার
পাহাড় এ বঙ্গ মাথা,
সব ভাষাভাষী ধর্মে বর্ণে
একাত্ম এ দেশ গাথা।


তবু কিছু নেতা রাজ ভোগ লোভে
চাই শুধু বাটোয়ারা।
জানোকি সে ভুলে কত নির্দোষী
হয়েছে সর্বহারা।


যদি আর এক গঙ্গা হয় খুনে লাল
তবু বাংলা ভাঙতে দেবো না,
কোটি কন্ঠের হবে গর্জন
ভাগাভাগি মেনে নেবোনা।


অনেক সয়েছে অবহেলা আর
অনেক সয়েছি অত্যাচার।
এবার বাংলা দৃঢ় প্রত্যয়ে
মানবেনা কোন অবিচার।


রয়েছো থাকো, যুগযুগ ধরে
মিলে মিশে হয়ে সহোদর,
বাঙ্গালী বলেনা বাংলা ছাড়ো
দেয় সম্মান সমাদর।


কিন্তু সাথি,  বাংলা ভাঙার
জিগীর যদি তোল আবার,
মানবেনা কোন বাঙ্গালী হৃদয়
দিচ্ছি চরম হুশিয়ার।


গদি লোভীরাই এক বাংলাকে
এপার ওপারে ভেঙেছে,
গঙ্গা পদ্মা গলি রাজপথ
বাটোয়ারা খুনে রেঙেছে।


ধর্মতত্বে হলো বিভাজন
পূর্ব পাড়েতে মুশলমান,
পশ্চিম পাড়ে থাকবে হিন্দু
নাম দেওয়া হলো হিন্দুস্থান।


বলোতো বন্ধু -পূর্ব পাড়ে কি
হিন্দুরা আজ থাকেনা?
নাকি এ বঙ্গে মুশলিম তার
চরন চিন্হ আকেনা!


তবে - ওগো নেতা, কেনো
করেছিলে এ বাংলা বিভাজন?
একই বাঙ্গালীকে লড়িয়ে দেওয়ার
কি ছিলো এমন প্রয়োজন?


গোর্খারাকি এই বাংলায়
কেউ কোন কাজ করবে না?
নাকি ভ্রমন পিপাসু বাঙালী
তার আপন পাহাড়ে চড়বেনা।


তবে কেন কাড়াকাড়ি, কেনো
বাটোয়ারা, কেনো এ লড়াই যুদ্ধ?
এসো গোর্খা বাঙ্গালী মিলে
সাথে চলি, ভুল পথ করি রুদ্ধ।।