জীবন এক বহতা নদী।
এর আছে বাঁক, আছে বিপত্তি,
আছে মুখরিত দুটি তীর
ফসলের ফুলফলের,
আছে বেদনাবিধুর কাতর সূরমূর্ছনা,
আছে খলখল আনন্দধ্বনি,
আছে ম্রিয়মাণ শুষ্কতা,
আছে ভাদরের ভরা যৌবন।
গন্তব্য তার ঐ মহাসিন্ধু।
ঐ মহাসিন্ধুর ওপার থেকে
ভেসে আসে সঙ্গীতমূর্ছনা,
ডাকছে চিরন্তন মায়াময় ধ্বনিতে
--- আয় চলে আয় আমার কাছে
চিরশান্তির অখণ্ড নিস্তব্ধতায়।