দুলিয়েছিলাম দু'পা নীলে
ভেসে এসেছিল হাঙর ।
বাড়িয়েছিলাম এ হৃদয়
না জেনেই গভীর অনাদর ।
বরফ চেয়েছি তারপর
অথচ সত্তায় এলো অঝোর বৃষ্টি ।
ইডিয়টের মতো ভেবেছি ঈশ্বরী
না বুঝেই ভালোবাসার কৃষ্টি।


(০৩.০৪.২০২৪)


"তোমার আঘাতে"


আঘাত কোরো না
হৃদয় ভেঙে দেয়া শব্দে ।
তোমার আঘাতে,
কষ্ট মাখা কোমল মুখের মতো
সূর্য তার রঙ বদলায়,
আর বাতাস বিষন্ন সঙ্গীতের মতো হয়ে ওঠে।
দু'পা বৃক্ষের মতো স্থির হয়
আর প্রশ্নহীন স্তব্ধতা নেমে আসে
দুটো চোখে,
চলে যেতে থাকা
তোমার নির্মম অবয়বটির দিকে
তাকিয়ে থাকে নিদারুণ নিস্তব্ধ দুখে ।


(০৬.০৪.২০২৪)


"নির্জন জীবনের স্মৃতির প্রান্তর"


কখনো একদিন ছিল এক নিরালা ঘর,
ছিল জানালা, পর্দা টানা, ওপারে কারো
মিষ্টি কন্ঠস্বর; ছিল কথোপকথন
মন ও নিঃসঙ্গ তার রোমান্টিকতার ভেতর;
ছিল কত নিবিড় আকাঙ্খা
এই শহরে একা একা পথের উপর;
দেখা হবে, পূর্ণ হবে সে যুবক, সে কিশোর;
এভাবেই শূন্যতায় দীর্ঘ হলো একদিন
নির্জন জীবনের স্মৃতির প্রান্তর ।


(০৬.০৪.২০২৪)