সিনথিয়া, তুমি যদি সত্যজিত এর
গ্রন্থের বদলে চাইতে এ হাত,
তবে হয়তো থাকতো না আজ
কষ্ট রাতের পরে কষ্টের প্রভাত।

দুজনের ধর্মের শঙ্কা পেরিয়ে
জুলিয়েট যদি আমার হতো।
আর জীবন যদি আজ
আমার দুয়ারে এসে দাঁড়াতো।
তবে তোমাদের মতো করেই
এ জীবন আমার কাছে
তার সুযোগ্য আদর পেতো।

রুবাইয়া, তুমি যদি তোমার সমুদ্র সফরে
আমার একটি স্বপ্নকে চুমু খেয়ে
ছুঁড়ে দিতে প্রার্থনার মতো করে
ঐ দক্ষিণের সেই নীল সমুদ্রে ,
তবে দুঃস্বপ্নের মতো জীবন অঙ্কের যত ভুল
আজ দক্ষ গণিতজ্ঞের মতো
একে একে নিতে পারতাম আমি
অনায়াসেই শুধরে।

ওদের মাঝে যে কেউ একজন
যদি তুলে নিতো
আমার জীবনের অধীর প্রেমের স্পন্দন
তার হৃদয়ের ভেতরে,
তবে তোমার পুরুষ মোহের
স্বাধীন শৈল্পিক সত্তার অসম্ভব ধারালো চাকু
সুযোগ পেতো না আজ
আমাকে পাড়ার প্রতিদ্বন্দ্বী মাস্তানের মতো
পৃথিবী থেকে সরিয়ে দেবার সময়
মৃত নিথর হয়ে যাবার পরও
উন্মত্ত আক্রোশে উপর্যুপরি আঘাত করে যেতে ।


(৩১.০৫.২০২৩)