কি করে ভুলে যাবো কষ্টের কথা ?


কাগজে লিখে ফেললেও ফুরোয় না
ছড়ালে কবিতায় মেলে দেয় তারা সহস্র ডানা
বাতাসে ছুঁড়ে দিলেও হারায় না
মৃত্তিকা মাঝে ছড়ালে দেখি
জেগে উঠেছে আদিগন্ত সোনালী দুঃখের ক্ষেত
খুঁজে পাওয়া যায় না তার অন্তিম কোনো সীমানা
মেশালে জ্যোস্নার জলে নদীর স্রোতে ঝলমল করে
সমুদ্রকে দিলে সফেদ ফেনার মতো
ফিরিয়ে এনে আছড়ে ফেলে আমারই তটে
আকাশকে দিলে মেঘের মতো ওড়ে নক্ষত্রের মতো পোড়ে
সূর্য অথবা আগুনে, আরো প্রখর জ্বলে উঠে চিৎকার করে জোরে
পাহাড়কে বললে সে গভীর সুরে গুনগুন করে
বৃষ্টিকে শোনালে সে আরো ভারী কষ্টে ঝরে পড়ে
ভিজিয়ে দিতে থাকে আমাকে অনন্ত কষ্টের ধারায়


আর তোমাকে বলতে গেলে
দেখি দাঁড়িয়ে আছে কঠোর সুখের প্রহরীরা
তোমার ঐশ্বর্যময় একাকীত্বের নিগুঢ় নির্লিপ্ত দরজায়।


(২৮.০৫.২০২২)